Chattogram, Bangladesh
880/A Alhaj Danesh Ahmed Chowdhury Rd
N/A
Excellent services
like
চট্টগ্রাম থেকে পর্যটন নগরী কক্সবাজার সড়ক পথে অন্যতম এসি বাস সার্ভিস। চট্টগ্রাম থেকে কক্সবাজারের জন্য এসি বাস সার্ভিস খুব একটা নেই। এক্ষেত্রে স্বাধীন ট্রাভেলস তাদের মানসম্মত সেবা নিয়ে এগিয়ে এসেছে। বর্তমান পরিস্থিতিতে। শারীরিক দূরত্ব বজায় রেখে এক সি অন্তর অন্তর প্রতি যাত্রী জন্য 500 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
'স্বাধীন ট্রাভেলস' বাংলাদেশের একটি বাস সার্ভিস। এদের চট্টগ্রাম টু কক্সবাজার এসি সার্ভিসটি উপভোগ করেছি, ওনাদের টোটাল সার্ভিস ট্রাভেলারদের পছন্দ হবার মতো।
'স্বাধীন ট্রাভেলস' নামে এই পরিবহন সেবাটি নতুন উদ্বোধন করা হয়েছে। প্রথম অবস্থায় এর সেবা গুলো বেশ সুন্দর এবং জাঁকজমকপূর্ণ মনে হয়েছে।আশা করছি সব সময় এই পরিবহন সেবা টিকাদের মান ধরে রাখবে। এবং খুব দ্রুতই এটির প্রচার এবং প্রসারতা লাভ করবে। এই পরিবহন সেবাটি চান্দগাঁও থানার সামনে অবস্থিত।
Deli
The best companies in the category 'Deli'