South Nischinta Pur, Bangladesh
Sheikh Russel Aviary and Eco Park Rd
N/A
নিজের চোখে না দেখলে আমার কথা আপনার বিশ্বাস হবে না। যারা কাপ্তাই যাবেন তারা যদি সম্ভব হয় তাহলে একবারে পার্কে ঘুরে যাবেন। এখানে শুধু টিকিটের দামটাই দিতে হয় বাকি সবকিছুই ফ্রী। বিশেষ করে প্রেমিক-প্রেমিকাদের কে বলছি আপনারা একা কোথাও কোন গোপন স্থানে যাবেন না। কিছু ছেলেরা ওইখানে ফাত বসে আছে যুবক-যুবতীদের জন্য তাদের একা পেলে তাদের মোবাইল মানিব্যাগ টাকা পয়সা সব কিছু নিয়ে নিচ্ছে। তাই সাবধানে চলাফেরা করবেন এবং নির্জন কোন জায়গায় যাবেন না। সবসময় দলবদ্ধভাবে থাকার চেষ্টা করবেন। কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে কর্তৃপক্ষ পক্ষকে জানাবেন।
like
Deli
The best companies in the category 'Deli'