Swapno - Ek Chilte Hasir Jonne || স্বপ্ন - এক চিলতে হাসির জন্যে is rated 3 out of 5 in the category civic & social organization. Read and write reviews about Swapno - Ek Chilte Hasir Jonne || স্বপ্ন - এক চিলতে হাসির জন্যে. স্বপ্ন- একদল স্বপ্নবাজ মিলেমিশে ছোটবড় অনেক স্বপ্ন নিয়ে এক নাম হয়ে গেছি সেই ২০১৩ সাল থেকে। গুটিকয়েক মানুষ আমরা নিতান্তই শখের বশে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন করবো বলে আয়োজন সাজাই। সেই থেকে শুরু। ভিন্ন ধারায় ঈদ উদযাপনের সেই স্বপ্ন আর একটি স্বপ্ন থাকেনি। স্বপ্ন হয়ে যায় একটি ইচ্ছে, ভালোবাসার নাম। ডালপালা বিস্তার করতে শুরু করে আরো অনেক স্বপ্নবাজ তরুণের মগজে, এই গ্রাম, মহল্লা, বস্তি, শহরের অলিতেগলিতে। স্বপ্ন আমাদের রক্তে স্বপ্ন দেখার নেশা ধরিয়ে দেয়। আমরা আর একা ভালো থাকতে পারিনি। ঈদজামা দিয়ে শুরু করে আজকের দিনে আমরা এমন অনেক কিছুতে নিজেদের মতো করে স্বপ্নপূরণে কাজ করছি। আমাদের মূলধন- একঝাঁক তরুণ উচ্ছ্বল স্বপ্নবাজ মানুষ। চেষ্টা করে যাচ্ছি সুবিধাবঞ্চিত অনেক শিশুর শিক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে, যতদূর তারা যেতে যায়, আমরা আছি। চলো স্বপ্ন ছুঁই, চলো স্বপ্ন আঁকি ইত্যাদি বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে আজকের শিশু, আগামী দিনের তরুণের মেধা ও মেননকে সৃষ্টিশীলতায় উদ্বুদ্ধ করায় কাজ করে যাচ্ছি। ইভটিজিং ও মাদকবিরোধী প্রচারণায় দৃঢ়ভাবে সোচ্চার হয়েছি শুরু থেকেই। প্রশাসন সহ আরো অনেক অনেক ভালো কিছু মানুষ আমাদের সাথে আছেন এই বিষ নির্মূলে। কোনো মুমূর্ষু রোগী যেন রক্তের জন্যে দালালের শরনাপন্ন না হয়, সেই নিরাপত্তার স্বপ্নপূরণে কাজ করছি। উদ্দেশ্য একটাই- স্বপ্ন- সুখী, সমৃদ্ধ, সুন্দর বাংলাদেশ। স্বপ্ন একটা স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। আসলে স্বপ্ন একটি পরিবার। এই পরিবারের সকল সদস্য সমান গুরুত্ব ও প্রাধান্য নিয়ে একসাথে আছে; নোয়াখালী এবং বহিরাগত অনেক জেলার সার্টিফায়েড পাগলের দল, যারা ঘরের খেয়ে বনে হাটে গঞ্জে মাঠে উন্মাদের মতো ঘুরে বেড়ায়, স্বপ্ন দেখে, স্বপ্ন পূরণের আলো নিয়ে আসে। আপনাদের উৎসাহ, ভালোবাসা, আমার চলার শক্তি। স্বপ্ন পরিবারে আপনাকে স্বাগতম। আমন্ত্রণ রইলো, চলে আসুন আমাদের মাঝে। - এক চিলতে হাসির জন্যে। - আপনার, আমার.. আমাদের.. সুবিধাবঞ্চিত কিছু শিশুর.. কিছু মানুষের.. মানবতার..
Company size
51-200 employees
Headquarters
Noakhali, Maijdee