SHOHAG LOGISTICS & SECURITY SERVICES LTD. is rated 3 out of 5 in the category security and investigations. Read and write reviews about SHOHAG LOGISTICS & SECURITY SERVICES LTD.. সোহাগ সিকিউরিটি এন্ড লজিস্টিকস লি: বাংলাদেশে সিকিউরিটি সার্ভিস ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দানকারী সিকিউরিটি সার্ভিস। ১৯৯৬ সালে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ক্যাপ্টেন আব্দুর রাজ্জাকের দূরদর্শী নেতৃত্বে এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে সিকিউরিটি সার্ভিস স্পেশালিস্ট, সোহাগ সিকিউরিটি এখন কর্পোরেট ও রেসিডেন্সিয়াল জোনেও সিকিউরিটি সার্ভিস প্রদান করছে। বাংলাদেশে যে কোন ধরনের সিকিউরিটি সার্ভিসের কথা আসলেই এখন চলে আসে সোহাগ সিকিউরিটি সার্ভিসের নাম। সিকিউরিটি সার্ভিসের ন্যাশনাল ব্র্যান্ড সোহাগ সিকিউরিটির সমস্ত কার্যক্রম এখন আইটি নির্ভর। এর ফলে ক্লায়েন্টদের কাছে সার্ভিস সংক্রান্ত স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সিকিউরিটি গার্ডদের ফলোআপ ২৪x৭ করা সম্ভব হচ্ছে। এই প্রতিষ্ঠানের বিশেষত্ব হলো: - সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ২৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। - সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ দ্বারা পরিচালিত। - সর্বাধুনিক সিকিউরিটি ইকুইপমেন্ট ব্যবহার। - নিজস্ব প্রশিক্ষণ একাডেমিতে উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থা। - অ্যাপসের মাধ্যমে ২৪x৭ মনিটরিং এর ব্যবস্থা। - জরুরী মুহূর্তে সিকিউরিটি জন্য র্যাপিড ব্যাক-আপের ব্যবস্থা। - গার্ড নিয়োগের সময় পরিচয় ভেরিফিকেশনের ক্ষেত্রে পুলিশ বাহিনীর সাথে সাথে নিজস্ব মনিটরিং সার্ভিসের ব্যবহার। - মার্কেটে প্রতিযোগীর চেয়ে তুলনামুলক কম রেটে ভাল সার্ভিস প্রদান। - ক্লায়েন্টদের চাহিদানুসারে সুদক্ষ ও চৌকস গার্ড সরবরাহ। - প্রতারণা থেকে ক্লায়েন্ট ও গার্ড দুই পক্ষকে নিরাপদ রাখতে অর্থ আদান-প্রদানে ব্যাংকিং চ্যানেল ব্যবহার। - গার্ডদের সমস্ত ডাটা ক্লাউড সার্ভারে ব্যাক আপের ব্যবস্থা রয়েছে। ফলে গার্ডদের যে কোন তথ্য যে কোন স্থান থেকে অ্যাকসেস করা সম্ভব। - চুরি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে গার্ডদের ফিঙ্গার প্রিন্ট, এনআইডি কার্ড, বাসার ঠিকানা, রেফারেন্সদের ঠিকানা সংরক্ষণ। ক্লায়েন্টদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গার্ড কোন প্রতিষ্ঠান থেকে নেওয়া হচ্ছে, গার্ড প্রশিক্ষিত কিনা এবং কোন সমস্যা হলে তার তাৎক্ষণিক সমাধান হচ্ছে কিনা? এক্ষেত্রে সোহাগ সিকিউরিটি এন্ড লজিস্টিক লি: ২৪ বছর ধরে সিকিউরিটি সেক্টরে সুনামের সাথে সেবা দিয়ে আসছে। এর পরিচালনা ও সার্বিক তদারকিতে রয়েছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তাই যে কোন
Address
kurgoan natunpara nabinagar ashulia savar dhaka road 1
Company size
501-1000 employees
Headquarters
dhaka, ashulia