Shalmanpur, Bangladesh
Comilla University Road
N/A
Need lots of renovation
like
Cool place.
Botanical garden
"লালমাই পাহাড়" বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার লালমাই উপজেলায় অবস্থিত একটি বিচ্ছিন্ন পর্বতশ্রেণী। প্রায় পঁচিশ লক্ষ বছর আগে প্লাইস্টোসিন যুগে এই পাহাড় গঠিত হয়েছিল বলে অনুমান করা হয়। সে হিসেবে এটি বাংলাদেশের বরেন্দ্রভূমি এবং মধুপুর ও ভাওয়াল গড়ের সমকালীন। লালমাই পাহাড় এর দৈর্ঘ্য ৮ কিলোমিটার এবং এর সবচেয়ে চওড়া অংশ ৪.৮ কিলোমিটার। এটির সর্বোচ্চ উচ্চতা ৪৬ মিটার। পাহাড়টির উত্তর অংশ ময়নামতি পাহাড় এবং দক্ষিণ অংশ লালমাই পাহাড় নামে পরিচিত।
আমাদের লম্বা ট্যূর এর সবচেয়ে ভালো লাগার জায়গা।
কুমিল্লা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার পশ্চিমে ময়নামতিতে, লালমাই পাহাড়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয় শালবন বিহার। ১৯৫৫ সাল থেকে নিয়মিত খননে এখানে ৫৫০ বর্গফুট আয়তনের এ বিহারটি আবিষ্কৃত হয়। বাংলাদেশে বৌদ্ধধর্মের সুবর্ণযুগ হিসেবে খ্যাত খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে সমতটের দেব বংশের রাজারা বিহারটি নির্মাণ করেন। বাংলাদেশে আবিষ্কৃত অন্য সব বিহারের অনুরূপ এটিও বর্গাকার। মধ্যভাগে কেন্দ্রীয় মন্দির রেখে চতুর্দিকে শ্রমণ বা শিক্ষার্থীদের আবাস কক্ষ। ১২ বর্গফুট আকৃতির মোট ১১৫টি কক্ষ রয়েছে এ বিহারের চতুর্দিকে। বর্গাকৃতির বিহারের এই ছাত্রাবাসের বাইরের দিকের দেয়ালের প্রশস্ততা ১৬ ফুট। ভেতরের দিকের দেয়ালগুলো ৫ ফুট পুরু। ঘরগুলোর দেয়ালে বই-পুস্তক, প্রদীপ, দোয়াত-কলম ও মূর্তি রাখার জন্য তিনটি করে কুলুঙ্গি আছে। ছাত্রাবাসের কক্ষগুলোর সামনে রয়েছে সাড়ে ৮ ফুট প্রশস্ত টানা বারান্দা।
চারিদিকে শালবনে ঘেরা এক স্বপ্নময় জায়গা। একটু দূরেই রাস্তা কিন্তু শালবনের ভিতরে দিনের বেলা ডাকতে থাকা হাজার হাজার ঝিঁঝিঁ পোকার শব্দে আর সবকিছু ঢাকা পড়ে গেছে। উপর থেকে সূর্যের আলো সরু ধারায় মাটিতে পড়ছে শুকনো পাতার সারিতে। শুকনো পাতায় নিচের মাটি পর্যন্ত দেখা যায়না। মাঝখান দিয়ে চলে গেছে সরু পায়ে চলা পথ। দেখে মনে হবে চারপাশের ব্যস্ততার মাঝে এ আরেক জগৎ। ঘুরতে এসে পুরাতাত্ত্বিক নিদর্শন দেখতে দেখতে হাঁপিয়ে পড়লে বা ঝিঁঝিঁ পোকার ডাকে কান জুড়াতে চাইলে এখানে আসতে পারেন।
ভালো এবং নিরিবিলি পরিবেশে
Deli
The best companies in the category 'Deli'