Savar Union, Bangladesh
Thana Rd
N/A
+880 1822967860
Wheelchair-accessible entrance
সভার উপজেলা হেল্থ কম্পপ্লেক্সটি জনবান্দব একটি প্রতিষ্ঠান। বর্তমানে এটি বেশ সাঁজানো গোছানো।আমার নিকট খুব ভাল লেগেছে।
like
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি ৫০ শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতাল। এখানে সরকারী খরচে চিকিৎসা প্রধান করা হয়। তবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্ধারিত একটি চার্জ নেওয়া যায়। এখানে যে সকল ঔষুধ দেওয়া হয়, সেগুলো সম্পূর্ণ ফ্রী শুধু পরীক্ষানিরীক্ষা'র জন্য সরকার নির্ধারিত চার্জ নেওয়া হয়। এখানে প্রায় সকল প্রকার রোগের চিকিৎসার ব্যস্ততা আছে। প্রয়োজন বোধে উন্নত চিকিৎসার জন্য কোন কোন রোগীকে জেলা হাসপাতালে রেফার করা ।ভর্তিযোগ্য রোগীদের আমত্মঃ বিভাগে ভর্তি ও চিকিৎসা সেবা। সরকারী নীতি মালার আওতায় এ্যাম্বুলেন্স সার্ভিস সকলের জন্য উন্মুক্ত।
Deli
The best companies in the category 'Deli'