Friends Society of Rangpur (FSR) is rated 3 out of 5 in the category philanthropy. Read and write reviews about Friends Society of Rangpur (FSR). “বন্ধুত্বের বাধনে মানুষের পাশে” আমরা বন্ধুরা চাইলে অনেক কিছুই করতে পারি। পারি সমাজকে বদলে দিতে, পারি মানুষকে নতুন স্বপ্ন দেখাতে, এগিয়ে নিতে পারি সেই স্বপ্নের পথে। আমরা ১০ জনও যদি একসাথে থেকে কিছু করার চেষ্টা করি তাহলে খুব সহজেই করতে পারব । আমরা ছোট ছোট কাজ করে অনেক বড় কিছুর ভিত্তি স্থাপন করতে পারি । তাই সবাইকে সাথে নিয়ে কিছু করার ইচ্ছা থেকেই আমাদের এই ছোট্ট প্রয়াস। আমাদের কাজের পরিধি অনেক বিশাল। আমরা শুরু করেছি খুব ছোট কিছু কাজ দিয়ে । আস্তে আস্তে আমাদের কাজের পরিধি আমরা বাড়াবো । আমদের শুরুটা হয়েছে নিজেদের ব্যবহৃত পুরোনো শীতের কাপড় সংগ্রহ করে তা শীতার্ত মানুষের মাঝে বিতরণ করে । এরপর আমরা এখন কাজ করছি দরিদ্র কিন্তু মেধাবী ছাত্রদের নিয়ে। আমরা অনেক মেধাবী ছাত্রের বৃত্তির ব্যবস্থা করতে পারি। প্রাইমারি সরকারী স্কুল গুলোতে দরিদ্র মেধাবীদের সাহায্য করে তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারি। অসহায় মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি । এভাবে ছোট ছোট কাজ করে মানুষকে সাহায্য করতে পারি।
Company size
201-500 employees