Munshiganj, Bangladesh
Jubilee Road
N/A
Glorious statue in munshiganj sadar.It has increased the beauty in licutola.Nice innotiative of district commissioner sayla farjana.
like
Newly build by District authority, a good step forward..
Wonderful Memorial Sculpture done by Munshiganj Local DC. With great respect.
The first flag sculpture of Bangladesh in Munshiganj ... !!
পতাকা একাত্তর ভাস্কর্যটি মুন্সীগঞ্জ সদর এর প্রাণ কেন্দ্র দক্ষিণ কোটগাঁও লিচুতলা মোড়ে অবস্থিত।১৯৭১ সালের ২ রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস । কেননা ঐ দিন পূর্ব পাকিস্তানের ভূ খণ্ডে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাক উত্তোলন করা হয়। তৎকালীন ডাকসু সভাপতি আ স ম আব্দুর রব এক ছাত্র সমাবেশে বটতলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এর সামনে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন। সেই ইতিহাস এর আলোকেই উক্ত পতাকা ভাস্কর্যটি নির্মিত হয়েছে।মুন্সীগঞ্জ জেলার তৎকালীন ডিসি শায়লা ফারজানা উক্ত ভাস্কর্যটি ২০১৮ সালের ২ রা মার্চ শুক্রবার উদ্ভোধন করেন। ভাস্কর্যটির প্রকল্প এবং বাস্তবায়নে তৎকালীন ডিসি সায়লা ফারজানার বিশেষ অবদান রয়েছে।ভাস্কর্যটিতে ছয়টি হাত রয়েছে যার দুটি হাত মুষ্টিবদ্ধ এবং চারটি হাত আমাদের মুক্তিযুদ্ধের সময়ের মানচিত্র খচিত পতাকাটি ধরে রেখেছে। ভাস্কর্যটি তে কোনো রং ব্যাবহার করা হয়নি।
পতাকা একাত্তর স্টাচু বর্তমানে মুন্সীগণ্জ জেলা সদরে তদানীন্তন ইছামতি নদীর পশ্চিম তীরে ইদ্রাকপুর নামক স্থানে এই নির্মাণ করেন। দুর্গটি নারায়নগন্জের হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গের চেয়ে আয়তনে কিছুটা ছোট।আয়তাকার নির্মিত ইটের তৈরি এই দুর্গটি তৎকালীন মগ জলদস্যু ও পর্তুগিজ আক্রমণের হাত থেকে ঢাকা ও নারায়নগঞ্জসহ সমগ্র এলাকাকে রক্ষা করার জন্য নির্মিত ।
মুষ্টিবদ্ধ ছয়টি হাতের চারটি ধরে রেখেছে পতাকাদণ্ড। সেটির মাথায় যে পতাকাটি উড়ছে তা মুক্তিযুদ্ধের সময়কার; বাংলাদেশের মানচিত্রখচিত ঐতিহাসিক পতাকা। তবে রংহীন। এটিই পতাকা একাত্তর ভাস্কর্য। ভাস্কর্যটি মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁও এলাকার লিচুতলায়।
বাংলাদেশের প্রথম পতাকা ভাস্কর্য।
Deli
The best companies in the category 'Deli'