Bangladesh
Chakuli, Telutali rd
N/A
+8801703899700
বর্তমানে জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং ফলন কমে যাচ্ছে , সেই সাথে উৎপাদিত ফসলের পুষ্টিগুণ নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিচ্ছে আমাদের মধ্যে। এরিমাঝে মাটির বন্ধু প্রজেক্টে উৎপাদিত জৈব সার ব্যবহারে মাটির উর্বরতা যেমন বৃদ্ধি পাবে সেইসাথে ফলন ও উৎপাদিত ফসলের পুষ্টিগুণ ও বৃদ্ধি পাবে, এই উদ্যোগের জন্য মাটির বন্ধু প্রজেক্টের সাথে যারা জরিত আছে তাদের ধন্যবাদ জানাই।
like
আমার ফুলের গাছে আমি মাটির বন্ধু সার ব্যবহার করেছি৷ খুব ভালো কাজ করে৷ এ সার ব্যবহার করে আমরা ড্রাগন, কিউই ও স্ট্রবেরির বাগান করতে চাই৷
মাটির বন্ধু সার খুব উন্নত মানের জৈব সার। আমি আমার টবে ব্যবহার করে খুব ভালো ফল পেয়েছি। কৃষকদের ফসলের মাটি উর্বর করতে এ সার খুব ভালো কাজ করে। যারা বেশি সবজি ও ফল ফলাতে চান তারা এ সার ব্যবহার করতে পারেন।
মাটির বন্ধু উন্নতমানের জৈব সার তৈরি করছে। এর মাধ্যমে কৃষকদের মাটির অবস্থার উন্নতির পাশাপাশি বিষমুক্ত ফসল উৎপাদনে কৃষদেরকে সাহায্য করছে।এছাড়া মাটির বন্ধু গ্রামের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে।
Deli
The best companies in the category 'Deli'