Kadra, Bangladesh
Senbag Rd
N/A
Its a beautiful place at upazilla level area.
like
Central Eidghah of Senbag upazila
দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, জমিনের বুকে আল্লাহ তায়ালার ঘর, সবচেয়ে নিরাপদ স্থান, রহমতের জায়গা, শান্তির জায়গা,। অনেক সুন্দর মসজিদ, আল্লাহ সুবহানাহু তায়ালার অশেষ নিয়ামত, আলহামদুলিল্লাহ্\u200c। %%%%%%%%%% হাদীসে আছেঃ হজরত আবু দারদা (রাযী.) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই এরশাদ করিতে শুনিয়াছি যে, মসজিদ মুত্তাকির ঘর। আর আল্লাহ সুবহানাহু তায়ালা নিজ দায়িত্বে লইয়াছেন যে, মসজিদ যাহার ঘর হইবে ১) তাহাকে শান্তি দিব। ২) তাহার উপর রহমত নাজিল করিব। ৩) পুলসিরাতের রাস্তা সহজ করে দিব। ৪) আপন সন্তুষ্টি দান করিব এবং ৫) তাহাকে জান্নাত দান করিব। %%%%%%% অন্য এক হাদিসে আছে, হযরত আবু সাঈদ খুদরী (রাযীঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে, যে ব্যক্তি মসজিদের সাথে মহব্বত রাখে আল্লাহ সুবহানাহু তায়ালা তাহাকে মহব্বত করেন। আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদেরকে বেশী বেশী মসজিদে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।
বড় ঈদগাহ!!!
Deli
The best companies in the category 'Deli'