Future of Rajarhat (FOR) is rated 3 out of 5 in the category nonprofit organization management. Read and write reviews about Future of Rajarhat (FOR). "সারা দেবে সবাই, গড়বো বাংলাদেশ"- Everyone will respond, We will build Bangladesh. "ফিউচার অব রাজারহাট (ফর)" সামাজিক সংগঠন, এলাকার আর্থ- সামাজিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে, আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠন করা। বিশেষ করে পিছিয়ে পড়া সমাজের অনগ্রসর নারী - পুরুষের আর্থ- সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে সমন্বিত প্রচেষ্টায় উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প প্রণন, বাস্তবায়ন কাঠামো সংস্থার উদ্দেশ্যের আলোকে নির্ধারণ করা হবে। ইহা সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক উন্নয়নমুলক, সাংস্কৃতিক ও স্বেচ্ছায় মানব সেবার সংগঠন। এই সংগঠন প্রতিবন্ধী, কৃষক, দিনমজুর, প্রবাসী, স্কুল/কলেজের শিক্ষার্থী তথা সব শ্রেনির লোক নিয়ে গঠিত হবে এবং সব শ্রেনির উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করবে।
Company size
11-50 employees
Headquarters
Kurigram, Rangpur