Daganbhuiyan, Bangladesh
Dagonbhuiyan - Fazil Ghat Rd
N/A
It's good
like
Nice
সরকারি খাদ্য (চাল, গম) সংরক্ষণাগার। পুরো উপজেলার সরকারি বরাদ্দ এই অফিস থেকে সরবরাহ করা হয়। অনেক উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত খাদ্যশষ্য এই গুদামে রক্ষিত থাকে। দুর্যোগ মোকাবেলায় এই অফিসে রক্ষিত সরকারি চাল মানুষের কাছে বিতরণের ব্যবস্থা করা হয় উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে। দাগনভূঞায় গুদাম রয়েছে তিনটি। এছাড়া অফিসার ও স্টাফের জন্য কোয়ার্টার্স রয়েছে।
দাগনভূঞার আমার মনে হয় একমাত্র খাদ্য গুদাম এটি আমার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে যখন আমি দাগনভুইয়া ক্যাডেট মাদ্রাসায় পড়তাম ওখানে আবার শিখে থাকতাম বা ডে কেয়ার করতাম তখন বিকালে বিকালে এসে এই জায়গায় আমরা সবাই মিলে ফুটবল খেলতাম বেশিরভাগ সময় আমি গোলকিপার হিসেবে থাকতাম আর আমার সাথে আরো খেলত হাবিব সাজ্জাদ নাহিদ রনি রাফি আরো অনেকেই যাদের নাম আমার মনে নেই এখন সেই দিনগুলোর কথা মনে উঠলে খুব আফসোস লাগে জে দিনগুলো আর ফিরে আসবে না.
খাদ্য গুদাম
Deli
The best companies in the category 'Deli'