Chattogram, Bangladesh
95 Lal Dighi Par Rd
N/A
চসিক পাবলিক লাইব্রেরিটি বর্তমানে নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। এবং সেই সাথে আছে নতুন চেয়ার টেবিল। নতুনভাবে যুক্ত করা হয়েছে এয়ারকন্ডিশন ব্যবস্থা। এছাড়া উন্নত করা হয়েছে পড়ার পরিবেশ। তবে এত কিছুর পর ও দুঃখজনক ভাবে নতুন ভাবে কোনো বই যুক্ত করা হয় নি । তবে নতুন ভবনে আছে লিফট সুবিধা। পর্যাপ্ত পার্কিং সুবিধা। তবে হুইলচেয়ার নিয়ে প্রবেশের সুবিধা নেই । একটু উচু সিড়ি । বর্তমান সময় সূচি গ্রীষ্মকালীন 16ই মার্চ হতে 15 অক্টোবর বেলা 2 টা হতে সন্ধ্যা 7 টা শীতকালীন 16 অক্টোবর হতে 15 মার্চ বেলা 1 টা হতে সন্ধ্যা 6 টা ।
like
শতবর্ষী এই পাঠাগার এখন নতুন ও আধুনিক রূপে একটি সুউচ্চ ভবন দ্বারা প্রতিস্থাপিত কিন্তু পাঠক আকৃষ্ট করার জন্য তেমন নতুন কিছু যেমন হয়নি তেমনি পাঠ্যাভ্যাস বাড়ানোর পরিবেশ তৈরি হচ্ছে না। এত সুযোগ, এত সদিচ্ছা কর্তৃপক্ষের কিন্তু লাইব্রেরির প্রতি পাঠক বিমুখিতা সুন্দর মনের মানুষ হারিয়ে যাওয়ার একটা আশংকা থেকেই যায়।
Deli
The best companies in the category 'Deli'