Bhairab, Bangladesh
boat dock, 01 খাদ্য গুদাম রোড
N/A
Bhairab inter district Launch Terminal, busy place
like
Very dirty terminal
যোগাযোগ ব্যবস্থা ভালো, লঞ্চ টার্মিনালে নামার জন্য সিড়ির ব্যবস্থা রয়েছে, তবে প্রতিবন্ধীদের জন্য অালাদা ব্যবস্থা নেই। এখানে লঞ্চ, ফেরি, স্পিড বোড সব সময় পাওয়া যায়। লঞ্চে করে বিভিন্ন ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ সহ অারও দূর দূরান্তে অল্প খরচে যাওয়া যায়, তবে স্পিড বোডে গেলে বেশি টাকা লাগলেও খুব দূত যাওয়া যায়।
ভৈরব আন্তজেলা লঞ্চ টার্মিনাল ও নদী বন্দর। এখান থেকে নবীনগর , আব্দুল্লাহপুর সহ বিভিন্ন রুটের লঞ্চ পাবেন প্রতিদিনই। লঞ্চ টার্মিনালের পরিবেশ মোটামোটি মানের । যাত্রীদের অপেক্ষা করার জন্য বিশ্রামাগারের ব্যবস্থা রয়েছে। শীতের দিনে সমস্যা না হলেও গরমের দিনে তীব্র গরমে যাত্রীদের খুবই বাজে অবস্থার মুখোমুখি হতে হয়। টার্মিনাল ব্যবহার করতে প্রতিজন যাত্রীকে ৫টাকা করে ফি প্রদান করতে হয়। বাচ্চাদের ক্ষেত্রে কোনো ফি লাগে না। একপাশে যাত্রী বিশ্রামাগার অপর পাশে রয়েছে নদী বন্দরের কার্যালয়। যেখান থেকে নদী বন্দর সম্পর্কিত ব্যাপারগুলো কাজ করে।
Deli
The best companies in the category 'Deli'